প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি অন্যতম উপাদান হল মুদ্রা। মুদ্রা এক ধরনের ঐতিহাসিক ললিল। খননকার্যের ফলে অথবা ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে সমস্ত মুদ্রা আবিষ্কৃত হয়েছে, তা থেকে প্রাচীন ভারতের ইতিহাসের নানা তথ্য পাওয়া সম্ভব। ভারতের গ্রিক আক্রমণের পর মুদ্রার উপর রাজার নাম লেখার পদ্ধতি প্রচলিত হয়। ব্যাকট্রিয় রাজাদের মুদ্রাগুলি থেকে পঞ্জার ও উত্তর-পশ্চিম সীমান্তের রাজনৈতিক ইতিহাস জানা যায়। শক, পাশিয়ান ও কুয়াগদের ইতিহাস জানতে মুদ্রাই একমাত্র অবলম্বন।
• মুদ্রার গুরুত্ব: ইতিহাসের উপাদান হিসেবে মুলার বহুমুখী গুরুত্ব রয়েছে-
• সাহিত্য ও লিখি থেকে প্রাপ্ত তথ্য মুন্না দিয়ে যাচাই করা হয়।
• মুদ্রা থেকে রাজার নাম, সাদ্য, তারিখ নির্ভুলভাবে জানা যায়।
• মুদ্রা থেকে বাতুশিল্প ও শিল্পরুদ্যা সম্পর্কে জানা যায়।
• মুদ্রায় আঁকা ছবি থেকে রাজা বা রাজবংশের সাংস্কৃতিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। এই কারণে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব অপরিসীম।