পুণ্ড্রবর্ধনের ভুক্তিতে আমরা কী ধরনের স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পেয়েছি যার উল্লেখ আমরা বুধগুপ্তের দামোদরপুর তাম্রলিপিতে পাই? (What kind of local administrative system we found in Pundravardhana bhukti with special reference to Damodarpur Copper-plate inscription of Budhagupta?)

বর্তমানে বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত দামোদরপুরে গুপ্তসম্রাট বুধগুপ্তের একটি তাম্রশাসন পাওয়া গেছে। শাসনটির উৎকীর্ণ সময়কাল 482 খ্রিস্টাব্দ। তাম্রশাসনটির মূল বৈশিষ্ট্য হল এই সময় পুণ্ড্রবর্ধনভূক্তিতে আঞ্চলিক শাসন ও জমির দান সম্বন্ধিত বর্ণনা। শাসনের শুরুতেই পুণ্ড্রবর্ধনভুক্তির উপরিক ছিলেন মহারাজ ব্রহ্মদত্ত এবং পৃথিবীপতি বুধগুপ্ত বলে উল্লেখ করা হয়েছে। শাসনটিতে পলাশবৃন্দক থেকে মহওরাধি অষ্টকুলাধিকরণ অর্থাৎ, পঞ্চায়েত সভা উক্ত গ্রামটির অর্থাৎ, পলাশবৃন্দকের অধিবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, নাভক নামের গ্রামপ্রধান পিতা-মাতার পুণ্যলাভের উদ্দেশ্যে ব্রাহ্মণকে কিছু জমিদানের জন্য ভূমি কিনতে ইচ্ছুক। শাসনটির শেষের দিকে উল্লেখিত যে, এই আবেদন অনুসারে বৈগ্রাম অর্থাৎ বর্তমান বগুড়া জেলার নিকটে দুই দিনার মূল্যের এক কুল্যবাপ (৪ স্লোনবাপ 1 কুল্যবাপ) জমি বিক্রিত হয়। তাম্রশাসনটির থেকে তৎকালীন সমাজে প্রচলিত পঞ্চায়েত সভার গুরুত্ব ও ভূমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তাদের মতামত গ্রহণ প্রয়োজনীয় ছিল। এ ছাড়াও ভূমির আদানপ্রদান ও পরিমাপ সম্বন্ধে জানার জন্য এই তাম্রশাসনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

bn_BDBengali
Powered by TranslatePress

Discover more from Online Learning

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading